রাজু কুমার দে,স্টাফ রপর্িোটার : বিশিষ্ট যাত্রাশিল্পী জনাব অনিমা দে কে সম্মান জানালেন নাটোর এর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড.চিত্রলেখা নাজনীন মহোদয়। গতকাল (১৬/০১/২০১৮ খ্রিঃ) সকালে যাত্রাশিল্পী অনিমা দে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয়ের সাথে দেখা করতে গেলে অত্যন্ত আন্তরিক পরিবেশে তিনি তার কথা শুনেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয় শিল্পী অনিমা দে র হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং দুটি কম্বল তুলে দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অস্বচ্ছল সংস্কৃতিসেবীবের ভাতা প্রাপ্তির ব্যাপারে তিনি সহযোগিতা করবেন বলেও এই প্রবীণ শিল্পীকে আশ্বস্থ করেন। এ সময় তিনি নাটোর এর সংস্কৃতি অঙ্গনকে সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন। উলে¬খ্য এই বিশিষ্ট যাত্রাশিল্পী অনিমা দে যাত্রাশিল্পে নাটোর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৭ এর জন্য মনোনীত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা দেবে জেলা শিল্পকলা একাডেমি, নাটোর।
