ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | বিশিষ্ট যাত্রাশিল্পী অনিমা দে কে সম্মান জানালেন নাটোর এর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)

বিশিষ্ট যাত্রাশিল্পী অনিমা দে কে সম্মান জানালেন নাটোর এর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)

রাজু কুমার দে,স্টাফ রপর্িোটার : বিশিষ্ট যাত্রাশিল্পী জনাব অনিমা দে কে সম্মান জানালেন নাটোর এর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ড.চিত্রলেখা নাজনীন মহোদয়। গতকাল (১৬/০১/২০১৮ খ্রিঃ) সকালে যাত্রাশিল্পী অনিমা দে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয়ের সাথে দেখা করতে গেলে অত্যন্ত আন্তরিক পরিবেশে তিনি তার কথা শুনেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মহোদয় শিল্পী অনিমা দে র হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং দুটি কম্বল তুলে দেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে অস্বচ্ছল সংস্কৃতিসেবীবের ভাতা প্রাপ্তির ব্যাপারে তিনি সহযোগিতা করবেন বলেও এই প্রবীণ শিল্পীকে আশ্বস্থ করেন। এ সময় তিনি নাটোর এর সংস্কৃতি অঙ্গনকে সুন্দরভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন। উলে¬খ্য এই বিশিষ্ট যাত্রাশিল্পী অনিমা দে যাত্রাশিল্পে নাটোর জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৭ এর জন্য মনোনীত হয়েছেন। অল্প সময়ের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা দেবে জেলা শিল্পকলা একাডেমি, নাটোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)ঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ও সংগঠনকে তৃণমূল থেকে ...

 মদনে ৪দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের  বাড়িতে প্রেমিকার অবস্থান প্রেমিক  পলায়ন 

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ  দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ...