স্টাফ রিপোর্টার : বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এন্ড রিসার্চ হসপিটালের সিনিয়র কনস্যালট্যান্ট ডাক্তার তোজাম্মেল হক ফুসফুস সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)।
তার পারিবারিক সূত্র একথা জানায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
তিনি ঝিনাইদহ জেলার অধিবাসী।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার নামাজে জানাজা আজ বাদ জোহর উত্তরা ৩ নম্বর সেক্টর মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে উত্তরা ৪ নম্বর সেক্টর সরকারি গোরস্থানে দাফন করা হবে।