মোঃ মাহাবুর রহমান, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি : বিরামপুর কলেজ বাজারে এক এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালত শনিবার (২৯ মার্চ) এক যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, উপজেলার মনিরামপুর গ্রামের বেলায়েত হোসেনের পুত্র তৌরিত জামান সবুজ (২২) এসএসসি পরীর্ক্ষীনি এক ছাত্রীকে প্রায়শঃই উত্যক্ত করে আসছিল। শনিবার (২৯ মার্চ) সকালে বিরামপুর কলেজ বাজার রাস্তায় আবারও উত্যক্তের শিকার ছাত্রীটি চিৎকার দিয়ে লোকজন জড়ো করে।
এসময় জনতা সবুজকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মনিরুজ্জামান আল-মাসউদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সবুজকে কারাদ- ও জরিমানার আদেশ দিয়েছেন।