ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | বিভ্রান্তি থাকলে আসুন আলোচনা করি: ইমরান

বিভ্রান্তি থাকলে আসুন আলোচনা করি: ইমরান

স্টাফ রিপোর্টার, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, ‘আমাদের এই আন্দোলর  উদ্দেশ্য ও লক্ষ্য প্রথম দিন থেকেই সুস্পষ্ট এবং আজও তা সুনির্দিষ্ট দাবির প্রেক্ষিতে পরিচালিত হচ্ছে। এরপরও কিছু রাজনৈতিক নেতা ও হেফাজতে ইসলাম আমাদের এই আন্দোলনকে বিভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনও বলছি, কোনো বিভ্রান্তি থাকলে আসুন আলোচনা করি। তারা আমাদের প্রস্তাবে রাজি হননি। কারণ তারা যে আমাদের নামে মিথ্যাচার করছে তা জনগণ যেনে যাবে। তারা জানেন, তারা ভুলপথে চলছেন। তাই আমাদের পাশ কাটিয়ে যাচ্ছেন।’

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে গণজাগরণ মঞ্চের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

মুন্সীগঞ্জে ‘শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন নাস্তিক-নষ্ট ছেলেদের আন্দোলন’ খালেদা জিয়ার দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে ইমরান বলেন, ‘আমরা তরুণ প্রজন্ম আশা করেছিলাম বিরোধীদলীয় নেত্রী মুন্সীগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে কোনো সর্ম্পক থাকবে না- এমন ঘোষণা দেবেন। তবে তিনি (খালেদা) তা করেন নি। আমরা এখনো আশা করছি, খালেদা জিয়া জামায়াত-শিবিরকে ত্যাগ করবেন।’

তিনি বলে, ‘খালেদা জিয়া শাহবাগের আন্দোলনকে নষ্ট তরুণদের আন্দোলন বলেছেন। আমরা তাকে বলতে চাই। কয়েকমাস পূর্বে দেখা গেছে, রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে। রামুর হামলার পর এই নষ্ট ছেলেরাই তাদের পাশে দাঁড়িয়ে ছিল। আপনি দেশে থাকার পরও রামুতে যাননি। এই নষ্ট ছেলেরাই আবার যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শাহবাগে আন্দোলন শুরু করেছে।’

বেগম খালেদা জিয়ার উদ্দেশ ইমরান বলেন, ‘আপনি আবার ভেবে দেখুন, আপনি নাস্তিকদের কাতারে এসে দাঁড়াবেন না, জামায়াত-শিবিরে।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের সমর্থিত কিছু মিডিয়া এই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। জামায়াত তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। কোনো ধর্মের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন নয়। আমাদের আন্দোলন একাত্তরের খুনি, ধর্ষক ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে।’

ইমরান বলেন, ‘গত শুক্রবার আশুলিয়ায় সমাবেশ থাকায় আমরা শাহবাগে সমাবেশ করতে পারিনি। তবে গণজাগরণ মঞ্চের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতি শুরুবার প্রজন্ম চত্বরে সমাবেশ হবে। তাই  আগামী ২২ মার্চ শাহবাগের প্রজন্ম চত্বরের আমরা সমাবেশ করবো ।

সমাবেশ সফল করার জন্য দেশপ্রেমিক নাগরিকদের প্রতি আহ্বান জানান ইমরান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান, প্রক্টর আমজাদ আলী, ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...