মো : বোরহান উদ্দিন, সুনামগঞ্জ থেকে, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৩ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, শিশু সমাবেশ, চিত্রাংকন,রচনা প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে র্যালী শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুল হকে সভাপতিত্বে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইচ চেয়ারম্যান আবুল কালাম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আবু সাইদ, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার,আ’লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ূম,সাধারন সম্পাদক বেনজীর আহমদ মানিক,প্রেসকাব সভাপতি স্বপন কুমার বর্মন,ছাত্র-ছাত্রীদের পক্ষে দ্বিপালী তালুকদার তুলি ও রুবেল মিয়া প্রমূখ। সভায় বক্তাগন, বঙ্গবন্ধুর জীবন আদর্শে আলোকপাত করে বর্তমান প্রজন্মের প্রতি মুক্তিযোদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমের আহবান জানান। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয় ও দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
Home | আন্তর্জাতিক | বিভিন্ন কর্মসূচীতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবস পালিত