ব্রেকিং নিউজ
Home | ফটো সংবাদ | বিপ্লব সাহার অতিথি হয়ে গান শোনাবেন সালমা

বিপ্লব সাহার অতিথি হয়ে গান শোনাবেন সালমা

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা। তিনি আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনারও। গানেও তার গলা চলে সমানতালে। এরইমধ্যে গায়ক হিসেবে হাজির হয়েছেন তিনি, একক ও দ্বৈত গান নিয়ে।

উপস্থাপক হিসেবেও বহুবার দেখা মিলেছে বিপ্লব সাহার। আবারও সঞ্চালক হিসেবে আসতে চলেছেন তিনি।

বিশ্বরঙ আয়োজন করেছে অনলাইন মিউজিক্যাল শো ‘বিশ্ব ভরা গান’। ঘরে বসে বিনোদন আনন্দ ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান বিপ্লব। তিনি এ অনুষ্ঠানেই উপস্থাপনা করবেন৷

আজ ৫ জুলাই রাত ৯ টায় এখানে বিপ্লবের অতিথি হয়ে আসছেন ক্লোজআপ ওয়ান খ‍্যাত তারকা জনপ্রিয় কন্ঠশিল্পী সালমা আক্তার।

সঞ্চালনার পাশাপাশি অনুষ্ঠানের মূল ভাবনা ও পরিকল্পনাতেও আছেন বিপ্লব সাহা। তিনি বলেন, ‘করোনার মহামারীর এই সময়টাতে আমাদের সবারই সময় কাটছে ঘরে বসে৷ একই রুটিন আর একঘেয়েমিতে বন্দী হয়ে আছে জীবন। সেখানে এক পশলা বিনোদনের ব্যবস্থা করতেই এই আয়োজনের ভাবনা আমার৷

আশা করি সবার কাছে উপভোগ্য হবে ‘বিশ্ব ভরা গান’।’

বিপ্লব সাহা অনুষ্ঠানটি দেখতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘চোখ রাখুন বিশ্বরঙ ফ‍্যান পেজে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিলবাওকে হারিয়ে সুপার কাপ জিতল রিয়াল

স্পোর্টস ডেস্ক: সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ...

না.গঞ্জে উন্নয়নবিমুখ রাজনীতির ভরাডুবি হয়েছে: কাদের

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ...