ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ সাকিবের

বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ সাকিবের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে নতুন রেকর্ড গড়লেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। মিরপুরে সিলেটের বিপক্ষে ১১ বলে ২ চার ১ ছয়ে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সাকিব। যার সুবাদে বিপিএলে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। চতুর্থ ক্রিকেটার হিসেবে বিপিএলে এক হাজার রান পূর্ণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব ছাড়া বিপিএলে হাজার রানের কোটা পূর্ণ করেছেন আরও তিন ব্যাটসম্যান। ৪৬ ম্যাচে ১১৭২ রান করেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় স্থানে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫১ ম্যাচে ১০৮৮ করেছেন এই ব্যাটসম্যান। তৃতীয় নামটি তামিম ইকবালের। মাত্র ৩৪ ম্যাচে ১০২৬ রান করেছেন টাইগার ওপেনার।

তবে একটা জায়গায় সাকিব বেশ এগিয়ে। বিপিএলে এক হাজার রানের পাশাপাশি ৫০ উইকেট শিকার করা একমাত্র ক্রিকেটার ঢাকা ডায়নামাইটস কাপ্তান সাকিব। চলমান আসরে ব্যাট হাতে হাজার রান করা সাকিব ৫০ উইকেটের ঘরে নাম লেখান বিপিএলের চতুর্থ আসরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...