বিনোদন ডেস্ক: নাটকের শুটিংয়ে বর্তমানে মালয়েশিয়াতে আছেন তারা। মোশাররফ করিম, আনিকা করীর শখ, ফারুখ আহমেদ, শামীম জামান, জয়রাজ, সাজু খাদেম, নাবিলা ইসলামসহ একটি নাটকের পুরোটিম।
শামীম জামান পরিচালিত একটি নাটকের শুটিংয়ে গেছেন তারা। কর্মস্থলকে শুধুই কর্মস্থল না করে কাজের অবসরে জমিয়ে আড্ডা দিচ্ছেন তারা।
এমনই এক আড্ডায় মালয়েশিয়ার তিতিওনসা পার্কে শুটিংয়ের অবসরে শখ ইস্ট্রাগ্রাম লাইভে আসেন প্রথমবারের মতো। লাইভে এসে শুটিংয়ে থাকা অন্যসব অভিনয়শিল্পীদের সঙ্গে মজার কিছু মুহূর্ত প্রকাশ করেন।
মোশাররফ করিম মজা করে বলছিলেন, ‘ইনস্টগ্রামের ভালোবাসার চিহ্নগুলো এমন সাদা রঙের কেন? এগুলো লাল করে দিলে ভালো হয় না।’ ফারুক বলছিলেন, ‘আমরা এখন শুটিংয়ের বিরতিতে, দুপুরের খাওয়া শেষ হলে আবার শুটিংয়ে যাবো।’
শখ একে একে লাইভে উপস্থাপন করছিলেন উপস্থিত তারকাদের। মোশাররফ করিম, ফারুক, জয়রাজসহ সকলেই বেশ আনন্দ পাচ্ছিলেন বিষয়টিতে।