আবুল হাসান মৃধা, ঝালকাঠি প্রতিনিধি : ৬০টি দেশে ২০০ ধরনের (ক্যাটাগরি) চাকুরিতে লোক পাঠানের জন্য ঝালকাঠিতে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে জেলার ৩২টি ইউনিয়নে, ২টি পৌরসভায় একযোগে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। টানা ৭ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লষ্টি কেন্দ্রে এই কার্যক্রম চলবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখওয়াত হোসেন জানান, মাত্র ২৫০ টাকা নিবন্ধন ফির বিনিময়ে জ¤œ নিবন্ধন সনদ, ভোটার আইডি অথবা পাসর্পোট নিয়ে বহিরাগমন ইচ্ছুক যে কেউ রেজিষ্ট্রেশন করতে পারবে।
এব্যাপারে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম সোহেল জানান, জেলার সব কয়টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ২টি পৌরসভার নিধার্রিত পয়েন্টে একযোগে এই কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধনের জন্য আগ্রহীদের বাংলাদেশের নাগরিক এবং তাদের বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে।