ব্রেকিং নিউজ
Home | বিনোদন | বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার দিল্লি থেকে তার প্রার্থিতা ঘোষণা করা হয়। একই বিজেপি আরও ১৪৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে।

প্রার্থী তালিকায় প্রথমে নাম ছিল না শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তার মনোনয়ন পাওয়া আসনে এর আগে শোভন চট্টোপাধ্যায়কে প্রার্থী করতে চেয়েছিল বিজেপি। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি শোভন। তিনি বেহালা পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। ওই কেন্দ্র থেকে আরেক অভিনেত্রী পায়েল সরকারকে প্রার্থী করেছে বিজেপি।

পরে পছন্দের কেন্দ্র না পেয়ে বিজেপি থেকে পদত্যাগ করেন শোভন চট্টোপাধ্যায়। আর দল ছাড়েন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এতে ভাগ্য খুলে যায় শ্রাবন্তীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...