স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ তরীকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আদালতের সমালোচনা করে বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের খুনী এবং তাদের সহযোগী বিএনপি-জামায়াত জোট এখনো তথাকথিত আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও, মানুষ হত্যা, জঙ্গী-সন্ত্রাস, নৈরাজ্য ইত্যাদির মাধ্যমে প্রধানমন্ত্রী হত্যার ষড়যন্ত্র করছে। সবশেষ বিচার বিভাগকে দিয়ে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে।
মঙ্গলবার দলের ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নজিবুল বশর বলেন, এসকল অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল জনগণকে একসাথে কাজ করতে হবে। এসময় তিনি বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব এম.এ আউয়াল।