সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ সুপ্রীম কোট, হাইকোট বিভাগের বিচারপতি এস এইচ মোঃ নুরুল হুদা জায়গীদার আগমন উপলক্ষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বুধবার বিকাল তিন টায় জেলা আইনজীবী সমিতির নিচ তলায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড: মোঃ আবুল হোসেন ২, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এস এইচ মোঃ নুরুল হুদা জায়গীদার, বিশেষ অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ সাদিকুল ইসলাম তালুকদার , এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল হোসনে আরা আকতার, যুগ্ন জেলা ও দায়রা জজ ২ আদালত মোঃ ফারূক ইকবাল , যুগ্ন জেলা ও দায়রা জজ ১ মোঃ মোখলেছুর রহমান, ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কেরামত আলী, সহকারী জজ বেগম ফারাহ দিবা ছন্দা, সহকারী জজ মেহেদী হাসান মোবারক মুনিম, সহকারী জজ সাবরিনা চৌধুরী। বক্তব্য রাখেন এড: মোঃ ওসমান গনী পিপি, এড: সরকারজামিনী কান্ত জিপি , এড: মোঃ আজহারুল ইসলাম অতিরিক্ত পিপি, এড: এস এম হায়দার,এড: আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা যদি সত্যিকারের আইনজীবী হতে হলে তাহলে দেশের আইন সঠিকভাবে শিক্ষা অর্জন করতে হবে। আমার ৩২ বৎসর প্রচেষ্ঠায় আমি বেশী অর্থ উর্পাজন করতে পারিনি তবে অনেক সম্মান পেয়েছি। জুডিশিয়াল যদি শক্তিশালী হয় তাহলে দেশের জনগন শক্তিশালী হবে। আপনারা যদি শক্তিশালী হতে পারেন তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে । এসময় অনন্যদের মধ্যে ইপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড: আব্দুল মজিদ, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান, এড: জহুরূল হক। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন এড: জিয়াউর রহমান জিয়া।
