স্টাফ রিপোর্টার : বিএনপি সংবিধানবিহীন নির্বাচন করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত ‘নির্বাচনের আগে খালেদা জিয়ার সন্ত্রাসী বাহিনী কর্তৃক আওয়ামী লীগের কর্মীদের উপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সুরঞ্জিত বলেন, ‘বিএনপি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির ষড়ষন্ত্র করছে। তারা চায়, সংবিধানবিহীন নির্বাচন করতে। এজন্য বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করছে। তাদের এই ষড়ষন্ত্রের কারণে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হলে তার জন্য ১৮ দলীয় জোটই দায়ী থাকবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য বলেন, ‘কোনো বিদেশিই চায় না আমরা অসাংবিধানিকভাবে নির্বাচন করি। তাই যত চাপ সৃষ্টি করা হোক আমরা সাংবিধানিকভাবেই এগিয়ে যাব।’
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘জানুয়ারীর প্রথম সপ্তাহে নির্বাচন হবে। ২৪ তারিখ সংসদ ভাঙার পর নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে। আমরা আশা করি, বিএনপি অসাংবিধানিক পথ ছেড়ে সাংবিধানিক ধারায় আসবে। নির্বাচনে আসবে।’
সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন অর রশীদ, কৃষক লীগের আব্দুল হাই কানু, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবীর মিজি প্রমুখ।