স্টাফ রিপোর্টার: রাজাকারদের দোসর বিএনপি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে এখন লাগামহীনভাবে কথা বলছে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমন মন্তব্য করেছেন।
বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় হওয়ায় বিজয় মিছিল পরবর্তী এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশের আগে বিজয় মিছিল করে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ নেতারা।
হানিফ বলেন, ‘দেশে যখন কুখ্যাত রাজাকার কাদের মোল্লার রায় উচ্চ আদালত দিয়েছে তখন বিএনপি কোনো কথা না বলে নীরব ভূমিকা পালন করছে। কারণ তাদের দোসরদের ফাঁসি হওয়ায় তারা আজ বাকরুদ্ধ হয়ে গেছে। সাংবাদিকরা এখন আর তাদের ফোন করে পায় না। তারা (বিএনপি) শোকে পাথর হয়ে গেছে। এ অবস্থায় বিএনপি মর্মাহত হয়ে কোন কথা বলতে পারছে না।’
তিনি বলেন, ‘বিএনপি রাজাকারদের পাশে বসিয়ে, রাজাকারদের ফাঁসির রায় বন্ধ করতে নানা ষড়যন্ত্র করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে।’
তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। তাই বাংলার জনগণ আমদের বিপুল ভোটে বিজয়ী করে ক্ষমতায় বসিয়েছে। আমরা আমাদের ওয়াদা রক্ষা করতে বদ্ধপরিকর। যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব।’
‘দেশে নির্বাচন হবে না’ বিএনপির এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘আমরা দেশ স্বাধীন করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। কোনো ধরণের ষড়ষন্ত্রের সঙ্গে আওয়ামী লীগ কখনো ছিল না, আজও নেই, দেশে নির্বাচন হবেই। কেন না আমরা জনগণের শাসনে বিশ্বাস করি। আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বেই হবে।’
তিনি এ রায় ঘোষণায় উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানান।
পঞ্চাশ বছরের নিচে জামায়াত কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘আপনারা কেন যুদ্ধাপরাধীদের দায়ভার নেবেন। যুদ্ধাপরাধীদের দায়ভার ত্যাগ করে জামায়াত ছেড়ে প্রগতিশীল রাজনীতিতে প্রবেশ করুন।’
এছাড়াও তিনি মানবতাবিরোধী অপরাধীদের রাজনীতি প্রতিহত করার জন্য যুবলীগ ও ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশ দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট প্রমুখ।