স্টাফ রিপোর্টার, ৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : প্রধান বিরোধী দল বিএনপি এবং জামায়াত ইসলামী বুধবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে।
ঢাকায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।
সারা দেশে হত্যা, গ্রেপ্তার, মামলা ও হামলার অভিযোগ তুলে এরজন্য পুলিশ-র্যাব ও যুবলীগ-ছাত্রলীগ ক্যাডারদের দায়ী করে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
আর মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। দেশজুড়ে ‘গণহত্যার’ প্রতিবাদ ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে তারা এ কর্মসূচি পালন করবে। বিবৃতিতে রফিকুল ইসলাম খান জানান, বুধবার দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচিতে বাধা দিলে কিংবা নিরীহ জনগণের ওপর গুলি চালালে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। এছাড়া তিনি জানান, ৯ মার্চ বাদ জোহর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সারাদেশে নিহতদের জন্য গায়েবানা জানাযা অনুষ্ঠিত হবে। ৭ মার্চ বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬ষ্ঠ কারাবন্দি দিবস উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে সমাবেশ এবং আগামী ৮ মার্চ ঢাকাস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বিকেল ৩টায় মুক্তিযোদ্ধা প্রজন্ম এর উদ্যোগে তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, ‘গণহত্যার’ প্রতিবাদে ডাকা হরতালকে কেন্দ্র করে সারা দেশে তিন শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার, আহত চার শতাধিক এবং নয় সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
সরকার বিরোধী মতকে দমন করার জন্য জাতীয় নেতাদের নামে মামলা দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘সারা দেশে সরকারের মদদে পুলিশ-র্যাব, যুবলীগ ও ছাত্রলীগ যে গণহত্যা চালিয়েছে তা থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে নেয়ার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলা দেয়া হচ্ছে। এ ঘটনায় বিদেশিরা ধিক্কার জানালেও সরকার কোন ভ্রুক্ষেপ করছে না।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মির্জা ফখরুলসহ সিনিয়র নেতাদের নামে মামলা দেয়া হয়েছে। এর কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। তিনি আপনাদের সামনে ফিরে আসবেন। আবারো দলের নেতৃত্ব দেবেন।’