মোঃ আবুল হোসেন সরদার , শরীয়তপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল অবঃ আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের বিচার করা হবে। তিনি বলেন, আওয়ামীলীগ পদ্মা সেতুর টাকা লুটপাট করে দেশকে পৃথিবীতে দুর্নীতিবাজ দেশ হিসেবে প্রমান করেছে। যিনি সবচেয়ে বেশী দুর্নীতি করেছে প্রধানমন্ত্রী তাকে বলেছেন দেশ প্রেমিক । দেশের ৯০ ভাগ মানুষ যখন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। ঠিক তখন সরকার দেশের মানুষের সাথে প্রতারনা করে সংবিধানে পঞ্চদশ সংশোধনী করে তত্তাবধায়ক সরকার প্রথা বাতিল করেছে। আমরা হরতাল দিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করতে চাইনা। এলাকায় এলাকায় অবরোধ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবী মানতে সরকারকে বাধ্য করা হবে। শরীয়তপুর জেলা বিএনপির একাংশ, যুবদল, ছাত্রদল ওস্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোববার সন্ধ্যায় তিনি শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমী মাঠে সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কেএম হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব এর স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন সিকদার এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য এডভোকেট জামাল শরীফ হিরু, মরহুম আওরঙ্গজেব এর স্ত্রী এডভোকেট তাহমিনা খান, জেলা যুবদলের আহবায়ক আঃ জব্বার খান ,জেলা ছাত্রদলের আহবায়ক জামাল উদ্দিন বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুহুল আমিন মুন্সি,সহ স্থানীয় নেতাকর্মীরা। হেমায়েত উল্লাহ আওরঙ্গজেব গত ৩ আগষ্ট ঢাকা থেকে শরীয়তপুরে আসার পথিমধ্যে মুন্সিগঞ্জের মাওয়ায় খানবাড়ি নামকস্থানে ৬ জন সহকর্মী সহ এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
Home | রাজনীতি | বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামীলীগের দুর্নীতিবাজ মন্ত্রী ও এমপিদের বিচার করা হবে- হান্নান শাহ ॥