স্টাফ রিপোর্টার : বিএনপি ক্ষমতায় এলে দেশ অমানিশার অন্ধকারে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশে আবারও নজিরবিহীন খুন-লুণ্ঠন শুরু হবে, আবারও ২১ আগস্টের মতো ঘটনা ঘটবে, আবারও আওয়ামী লীগ নেতাকমীর রক্ত ঝরবে। অর্থাৎ দেশ আবারও অন্ধকারে ফিরে যাবে।’
রবিবার (১৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার কেবি কনভেনশন হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনার সরকার হটানোর চক্রান্ত কোনও দিনও সফল হবে না। আমাদের শক্তির উৎস জনগণ। তারাই স্বাধীনতাবিরোধী চক্রকে ক্ষমতায় আসতে দিবে না।’
তিনি বলেন, ‘এখন বিএনপির প্রধান শত্রু আওয়ামী লীগ নয়, বিএনপি এবং তার দোসরদের টার্গেট এখন শেখ হাসিনা। শেখ হাসিনাকে হটাতে পারলেই বিএনপির শান্তি। বারবার তাকে হত্যার চক্রান্ত হয়েছে, এখনও ষড়যন্ত্র চলছে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিভিন্ন সময় আপনারা যেভাবে একজন অন্যজনের বিরুদ্ধে কথা বলেন, তা দেখে মনে হয়, বিএনপি নয়, আপনারা নিজেরাই নিজেদের বড় দুশমন। ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘অনেকে দাবি করছেন, আগামী নির্বাচনে মনোনয়নের জন্য দলের সবুজ সংকেত পেয়েছেন। এর কোনও ভিত্তি নেই। আগামী নির্বাচনের মনোনয়ন প্রধানমন্ত্রীর হাতে। আপনাদের সবার ‘এসিআর’ উনার হাতে রয়েছে। দলের জন্য কাজ করুন।’
প্রতিনিধি সম্মেলন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এছাড়া অনুষ্ঠানে দক্ষিণ জেলার আটটি উপজেলা ও পাঁচটি পৌরসভার দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খালেদা জিয়াকে ‘জঙ্গিমাতা’ অবহিত করে মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় ২০০১-২০০৬ পর্যন্ত আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মী খুন ও গুম হয়েছিলেন। তিনি নতুন ষড়যন্ত্রে মেতে উঠতে লন্ডন গিয়েছেন। সেখান থেকে ফিরে এসে আবার নতুন ষড়যন্ত্রে লিপ্ত হবেন।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিল্পব বড়ুয়া