স্টাফ রিপোর্টার, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে পুলিশ অভিযান শুরু করেছে। এ পর্যন্ত (সন্ধ্যা ৬টা ৩৩ মিনিট) ৫০ জনকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ বিএনপি কার্যালয়ে প্রবেশ করে।
সেখানে ১৮ দলীয় জোটের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। আটকদের মধ্যে রয়েছেন- স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি, মনিরুজ্জামান, ছাত্রদলের সাবেক নেতা সাইফুল ইসলাম টিটু, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মনির প্রমুখ।
এর আগে অনেক ঘটনা ঘটলেও পুলিখ কখনই বিএনপি কার্যালয়ে প্রবেশ করেনি। এমনকি অবরোধ-হরতাল চলাকালেও পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল। এ প্রথম বিএনপি কার্যালয়ে অভিযান পরিচালনা করছে পুলিশ।