ব্রেকিং নিউজ
Home | ফটো সংবাদ | বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

স্টাফ রির্পোটার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন তাবিথ আউয়াল।

রবিবার বেলা ১১টায় মিরপুর এক নম্বর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান।

তা‌বিথ আউয়াল ব‌লেন, ‘প্র‌তিপ‌ক্ষের লোকজন জয় বাংলা স্লোগান দিয়েই আমা‌দের ওপর হামলা করে। নিক্ষেপ করে ইট-পাটকেলও। আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে প্রচারণা চালাতে চাইলেও প্রচার কাজ চালা‌তে পার‌ছি না। হামলায় আল আমিন না‌মের এক কর্মী আহত হ‌য়ে‌ছেন।’

এরপর তাবিথ আউয়াল উত্তর বিশিল, গুদারাঘাট, চিড়িয়াখানা রোড, ১ নং মিরপুর ঈদগাঁ মাঠ, ডি ব্লক মুক্তিযোদ্ধা মার্কেট, ১২ নং ওয়ার্ডে দক্ষিণ বিশিল, হাজী বশির উদ্দিন স্কুল রোড, হাবুলের পুকুর পাড়, ১৩ নং ওয়ার্ডে উত্তর পীরের বাগ, ৬০ ফিট, মধ্য পীরের বাগ, মোল্লা পাড়া, মনিপুরি স্কুল রোড, জোনাকি রোড, বড়বাগ হয়ে মিরপুর থানা, ১০ নং ওয়ার্ডে মিরপুর মাজার থেকে ২য় কলোনি, ৩য় কলোনি হয়ে দারুস সালাম ফুরফুরা শরীফে গণসংযোগ করেন।

গণসংযোগে বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুন রায় চৌধুরী, যুবদ‌লের সভাপতি সাইফুল আলম নীরব, ম‌হিলা দ‌লের সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দে‌লোয়ার হো‌সেন দুলু, ১০ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মাসুদ খান, লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান, স্বেচ্ছা‌সেবক দল উত্ত‌রের সভাপ‌তি ফখরুল ইসলাম র‌বিন, সাধারণ সম্পাদক রে‌জোওয়ান ইসলাম রিয়াজসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা ...

মদনে হানাদারমুক্ত দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের ...