জাহিদুল হক মনির,শেরপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন শেরপুর ৩ আসনের (শ্রীরবদী-ঝিনাইগাতী) বিএনপির মনোয়ন প্রত্যাশী জেলা সভাপতি সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল।
আজ রবিবার বিকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ার চর বাজারে ওই গণসংযোগ করেন তিনি।
এসময় বাজারের উপস্থিত সর্বস্তরের জনসাধারণের সাথে হাত মিলিয়ে গনসংযোগ করেন। গণসংযোগে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।