স্টাফ রির্পোটার : ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালকে ইঙ্গিত করে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘বিরোধীপক্ষ মিথ্যাচার করছে। আমরা নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছি। বরং বিএনপি প্রার্থী নির্বাচনি আচরণবিধি মানছেন না।’
সোমবার খিলগাঁও তালতলা মার্কেটের সামনে গণসংযোগকালে এসব কথা বলেন আতিকুল ইসলাম।
ঢাকা উত্তরে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বলেন, ‘নির্বাচনী আচরণবিধি মেনেই প্রচার প্রচারণা চালাচ্ছি। কিন্তু বিরোধীপক্ষ মিথ্যাচার করছে। বিরোধীপক্ষকে বাধা দেওয়ার প্রশ্নই আসে না।’
ডিএনসিসি মেয়র নির্বাচনে আতিকুল ইসলামের সমর্থকরা প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির প্রার্থী তবিথ আউয়াল। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের আতিকুল বলেন, ‘ আমি আজও এখানে আসার সময় পথেই দেখলাম ধানের শীষের স্লোগান দিয়ে ভোট চাওয়া হচ্ছে। কই আমরা তো বাধা দেইনি।’
আতিকুল বলেন, ‘বিরোধীপক্ষ অতীতেও মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আমরা প্রতিটি মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, উন্নয়নের গিয়ার। জনগণ নির্বাচিত করলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সচল ঢাকা গড়ব।’
আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘আমরা গণতান্ত্রিক পরিবেশ চাই। যার ভোট সে দেবে। আমরা মানুষের ঘরে ঘরে যাবো। নৌকার পক্ষে সবাই ভোট চাইব।’
মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আতিকুল। মেয়র হিসবে নয় মাস দায়িত্ব পালন করেছিলেন তিনি। এই সময়ের মধ্যে নিজের কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আতিকুল বলেন, ‘আমি উপ-নির্বাচনে জয়ী হয়ে ৯ মাস কাজ করেছি। গত নয় মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও নারীবান্ধব সবুজ ঢাকা গড়বো।’
এ সময় সাধারণ পথচারী থেকে শুরু করে আশপাশের সাধারণ জনগণের উদ্দেশ্যে করে আতিকুল ইসলাম বলেন, ‘উন্নয়নের যে ধারা তা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে। আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলব ইনশাআল্লাহ।’
এর আগে গত শুক্রবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন।
আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই সিটির প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
