স্টাফ রিপোর্টার : বাসাবাড়ি ও দোকানের ময়লা আবর্জনা সন্ধ্যার ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
ময়লা-আবর্জনা অপসারণের জন্য আদালত সিটি করপোরেশনকে রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত সময় বেধে দেয়ার পর মেয়র এ আহ্বান জানালেন।
রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনায় মেয়র বলেন, দিনে দোকান ও বাসাবাড়ির যেসব ময়ল সড়কে ফেলা হয় তা সারা দিনই সড়কেই পড়ে থাকে। পরিচ্ছন্ন সড়কের জন্য সন্ধ্যার পর ময়লা ফেলুন।
সাঈদ খোকন বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা দূরহ একটি কাজ। কয়েকদিন আগে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা এসেছে। সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বর্জ্য অপসারণ করা যাবে না। রাত দশটা থেকে সকাল সাতটার মধ্যেই বর্জ্য অপসারণ করতে যা কিছু প্রয়োজন আমরা করছি।’
দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘সকাল সাতটার মধ্যে সব সময় ময়লা পরিষ্কার করতে পারি না। অনেক সময় আটটা-নয়টা বেজে যায়। কিছু বর্জ্য হয় তো থেকে যায় কিন্তু বেশির ভাগই পরিষ্কার হয়ে যায়। তবে সেটা খুব কম।’
তিনি বলেন, ‘পুরান ঢাকায় বেশ কিছু দোকানপাট রয়েছে। ময়লা পরিষ্কার করে চলে যাওয়ার পর সকালে তাদের দোকান খোলে, দোকান পরিষ্কার করে সেই ময়লা আবার ফেলে। নাগরিকরাও তাদের কর্মস্থলে বা বাসাবাড়ির ময়লা সকালে বা দুপুরে ফেলেন। সারা দিন ওই ময়লাগুলো ওখানেই থাকে। কেউ চলার পথে পানির বোতল, প্যাকেট রাস্তায় ফেলে দেয়।’
মেয়র বলেন, ‘নাগরিকরা যদি একটু সচেতন হয়ে ময়লাটা সারা দিন সড়কে না ফেলে সন্ধ্যার পর ফেলে তাহলে রাতে সেগুলো পরিষ্কার করতে সহজ হয়।’