আনোয়ার হোসেন, রাণীশংকৈল, ঠাকুরগাও : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল সীমান্তে মুঞ্জুর আলী (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। বিওপি ও স্থাণীয় সূত্রে জানা যায়, ধর্মগড় ইউপির বানিয়াবস্তি গ্রামের আক্কার আলীর ছেলে মুঞ্জুর আলী শনিবার ভোর ৬ টার সময় ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশে গরু নিয়ে আসার সময় ভারতের শ্রীপুর ক্যাম্পের ১২১ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা জগদল সীমান্তের ৩৭৫/৬ এস পিলারের কাছে তাকে আটক করে। এবিষয়ে ঠাকুরগাও দপ্তর সেক্টরের মেজর তোহিদ বিন ঘটনার সত্যতা স্বীকার করেন। ঠাকুরগাও বিজিবির ৩০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আলমগীর জানান, এব্যাপারে বিএসএফ ও বিজিবির মধ্যে একবার পতাকা বৈঠক হলেও মুঞ্জুর আলীকে ফেরৎ দেয়নি বিএসএফ। তাকে ফেরৎ দেয়ার ব্যাপারে পুনরায় পতাকা বৈঠক হওয়ার কথা আছে।