স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখান নেইমার। কিন্তু ঘটা করে বার্সাতে যোগ দিলে কি হবে বার্সেলোনার হয়ে মাঠে এখন পর্যন্ত তেমন কিছু করে দেখাতে পারেননি নেইমার। এ বিষয়টি নিয়ে নেইমারের উপর বার্সা সমর্থকরা বেশ ক্ষুব্ধই বলা চলে।
তবে নতুন পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে এখনো পুরোপুরি মানিয়ে উঠতে পারেননি নেইমার। তাই বার্সেলোনা ভক্তদের কাছে কিছুটা সময় চেয়েছেন তিনি। তার ভাষায় ইউরোপীয় জীবন ধারার সঙ্গে ধাতস্থ হচ্ছেন এবং খুব শিগগিরই তাকে সেরা ফর্মে দেখা যাবে বলে ভক্তদের কথা দিয়েছেন নেইমার।
বুধবার আয়াক্সকে ৪-০ গোলে পরাজিত করা ম্যাচে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগে অভিষেক ঘটে ব্রাজিলিয়ান নেইমারের। এ ম্যাচে মেসি হ্যাট্টিক করলেও গোল শূণ্য ছিলেন তিনি।
ম্যাচের ৭২ মিনিটে ২১ বছর বয়সী নেইমারের বদলি হিসেবে পেড্রোকে নামানো হয়। আর নেইমার মাঠ ছাড়ার সময় ন্যু ক্যাম্পে সমর্থকরা তাকে ‘দুয়ো’ ধ্বনি দিতে শুরু করে। কিন্তু ৫৭ মিলিয়ন পাউন্ডে ব্রাজিলের সান্তোস থেকে ক্যাটালান দলে যোগ দেয়ার পর থেকে মাত্র এক গোল করা নেইমার প্রতিজ্ঞা করেছেন গোল আসবেই।
সম্প্রতি বার্তা সংস্থা ‘এএস’কে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি কয়েকটি সুযোগ নষ্ট করেছি। তবে গোল পাবই।’
তিনি বলেন, ‘এ ম্যাচে পিকের গোল করতে সাহায্য করা এবং সর্বোপরি দলকে সহায়তা দেয়াটাকেই আমি প্রাধান্য দিয়েছি। এখনো বার্সেলানাকে দেয়ার মত আমার অনেক কিছু আছে।’
নেইমার আরো বলেন, ‘তবে আমি অত্যন্ত খুশি কারণ চ্যাম্পিয়ন্স লীগে দলের শুরুটা ভাল হয়েছে এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল।’
ফ্রাংক ডি বোয়েরের দলের বিরুদ্ধে জয়ী ম্যাচে গোল করায় চ্যাম্পিয়ন্স লীগে মেসির গোল সংখ্যা এখন ৬২।
চ্যাম্পিয়ন্স লীগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রিয়ালের রাউলের চেয়ে ৯ গোল পিছিয়ে আছেন মেসি এবং ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের’ সঙ্গে একই দলে খেলতে পেরে নিজে আনন্দিত বলে স্বীকার করেন নেইমার।
মেসি প্রসঙ্গে নেইমার বলেন, ‘বিশ্ব সেরা এবং মেসির মত মেধাবী ফুটবলারের সঙ্গে একত্রে খেলতে পেরে আমি খুব, খুব খুশি।’