স্টাফ রিপোর্টার : হেফাজতে ইসলামের নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন দলের আমির আল্লামা শাহ আহমদ শফী। শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে এ বৈঠক শুরু হয়েছে।
১৩ দফা বাস্তবায়ন, কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, কওমি মাদরাসাবিরোধী অপপ্রচার ও কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন পাসের সরকারি উদ্যোগের বিষয়সহ উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে তিনি এ জরুরি বৈঠক ডেকেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাবুনগরে ইতোমধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতারা এসে পৌঁছেছেন। জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মিলানায়তনে বেলা ১১টার দিকে প্রথম অধিবেশ শুরু হবে।
এদিকে দেশের শীর্ষ আলেমদের বৈঠক উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাবুনগর মাদরাসা কর্তৃপক্ষ। মাদরাসার পরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী নিজেই বৈঠকের প্রস্তুতির বিষয়টি তদারিক করছেন।
হেফাজত সূত্র জানিয়েছে, ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা মুহাম্মদ নূর হোসাইন কাসেমী ও সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিবের নেতৃত্বে ঢাকা, সিলেট, রাজশাহী, খুলনা, দিনাজপুরসহ দেশের বিভাগীর শহর একটি প্রতিনিধি দল বাবুনগর মাদ্রাসায় হাজির হয়েছেন।
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সারাদেশের সহস্রাধিক আলেম ওলামা অংশ নিয়েছন।
সকাল ৯টার দিকে প্রথম অধিবেশনের বৈঠক শুরু হওয়া কথা থাকলেও শীর্ষ আলেমদের আসতে দেরি হওয়াতে প্রথম অধিবেশন ১১ টায় শুরু হয়েছে। ২য় অধিবেশন জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।