Home | ফটো সংবাদ | বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!

বাবার সঙ্গে দেখা করলেন শাহরুখ!

বিনোদন ডেস্ক :  শিরোনাম দেখে চমকে উঠতে পারেন শাহরুখ ভক্তরা। কারণ বলিউড কিং শাহরুখ খানের বাবা তার ১৪ বছর বয়সেই মারা যান। তাহলে কোন বাবার সাথে দেখা করতে গেলেন শাহরুখ?

তবে যারা বলিউড বা শাহরুখের খোঁজখবর নিয়মতি রাখেন তারা ঠিকই বুঝে গেছেন। শাহরুখ খান সম্মান করে বলিউড কিংবদন্তি দিলীপ কুমারকে বাবা আর তার স্ত্রী সায়রা বানুকে মা বলে ডাকেন। দিলীপ কুমারও নিজের পুত্র হিসেবে পরিচয় দেন শাহরুখকে। সম্প্রতি বলিউডের রাজকুমার খ্যাত অভিনেতা দিলীপ কুমার গুরুতর অসুস্থ। কয়েকদনি হাসপাতালেও থাকতে হয়েছে তাকে। অনেকেই দেখতে গেছেন। তবে নিজের নতুন ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত থাকায় সময় করে উঠতে পারেননি শাহরুখ। অবশেষে সময় পাওয়াতেই ছুটে গেলেন বাবাকে দেখতে।

মঙ্গলবার রাতে মুম্বাইয়ে দিলীপ কুমারের বাড়ি যান শাহরুখ। সেখানে অনেকক্ষণ সময় কাটান তিনি বাবা ও মায়ের সঙ্গে। এক ফাঁকে তারা ছবিও তুলেন। সে ছবি সায়রা বানু টুইটারে পোস্ট করে লেখেন, ‘দিলীপের মুখ ডাকা ছেলে এসেছিল দেখা করতে’।

দিন কয়েক আগেই মারাত্মক অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন ৯৪ বছর বয়সি বলিউড অভিনেতা দিলীপ কুমার। কিডনিজনিত সমস্যার কারণে দিন পাঁচেক তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

রাশিয়া বিশ্বকাপে আজ ভাইটাল ম্যাচে ইরানের প্রতিপক্ষ স্পেন

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপে আজ ভাইটাল ম্যাচে গ্রুপ বি-তে ইরানের প্রতিপক্ষ ...

ফের দলের হয়ে লড়তে চান বিএনপির তিন মেয়র

স্টাফ রিপোর্টার : সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদটি পাঁচ ...