ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আমেজ জমতে শুরু করছে। আটঘাট বেঁধে মাঠে নামছেন প্রার্থীরাও। তাই ভোট হবে উৎসব মুখর, একথা এখন সবার মুখেই।
এবার বাগেরহাট-১ আসনে (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) প্রতিদ্বন্দ্বীতা করছেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও বিএনপি’র মনোনিত প্রার্থী মেরিন ইঞ্জিঃ মাসুদ রানা।
পাশাপাশি আরও দু’টি দল নির্বাচনে অংশ গ্রহন করছেন। বাংলাদেশ মুসলিমলীগের মনোনিত প্রার্থী সামসুল হক খান আসাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী আলহাজ্ব মোঃ লিয়াকত আলী শেখ।
এদিকে প্রার্থী ও সমর্থকরা প্রচার প্রচারনা শুরু করেছে। বিভিন্ন স্থানে নির্বাচনী সভা, উঠান বৈঠকের মাধমে তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সাথে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় সহ স্ব স্ব প্রতীকের ভোট কামনা করে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন এলাকায় ঝুলন্ত পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি যায়গায় চলছে নির্বাচনী আলাপ।
বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনের ফকিরহাটে মোট ভোটার ১ লক্ষ ৮ হাজার ৩ শত ৫২ জন, এরমধ্যে পুরুষ ভোটার ৫৪১২৩ জন ও নারী ভোটার ৫৪২২৯ জন।
উপজেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে মোট কেন্দ্র ৪২টি। এরমধ্যে ফকিরহাট ইউনিয়নে ৮টি, বেতাগা ইউনিয়নে ৫টি, লখপুর ইউনিয়নে ৭টি, পিলজংগ ইউনিয়নে ৪টি, বাহিরদিয়া-মানসা ইউনিয়নে ৪টি,
নলধা-মৌভোগ ইউনিয়নে ৫টি, মূলঘর ইউনিয়নে ৪টি এবং শুভদিয়া ইউনিয়নে ৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।
সহকারি রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাহানা পারভীন।
সার্বিক সহযোগীতায় থাকবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান।
৪২টি কেন্দ্রে পোলিং অফিসার থাকবেন ১৯৫ জন। সহকারি পোলিং অফিসার হিসেবে থাকবেন ৩৯০ জন।