ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী আটক

বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী আটক

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী ও ১৮ দলীয় জোটের সদস্য সচিব এবং রামপাল-মংলার জননন্দিত নেতা এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদকে পুলিশ আটক করেছে। সোমবার ভোর রাতে বাগেরহাট সদর থানা পুলিশ আব্দুল ওয়াদুদের বাড়ী থেকে তাকে আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু জিহাদ জানান, আটককৃত জামায়াত নেতার বিরুদ্ধে হরতালে গাড়ী ভাংচুরসহ একাধিক অভিযোগের তদন্ত হচ্ছে। তবে  বাগেরহাট সদরের মেগনী তলায় একটি গাড়ী ভংচুর মামলায় সন্ধেহ মুলক ভাবে তাকে আটক করা হয়েছে বলে  তিনি জানান। অপরদিকে এই আটকের ঘটনায় বাগেরহাট জামায়াতে ইসলামী নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও রামপাল-মোংলার গনমানুষের নেতা এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদকে বিনা অপরাধে সোমবার ভোর রাতে অন্যায়ভাবে গ্রেপ্তার করে। বিবৃতিদাতারা হলেন, জেলা আমীর অধ্য মাওলানা মশিউর রহমান খান, নায়েবে আমীর মাওলানা রেজাউল করীম, বাগেরহাট পৌর আমীর শেখ মুঃ ইউনুস, সদর থানা আমীর ডাঃ আঃ লতিফ প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিঃলম্বে এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদসহ আটককৃত সকল নেতা কর্মীদের মুক্তি দাবী করেন।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...