এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাগেরহাটে ৬’শ ৭ বছরের ঐতিহ্যবাহী শিব বাড়ির শিব চতুর্দশীর ধর্মীয় উৎসব ও মেলা আতঙ্কে এবার হতে বন্ধ হয়েছে। ৭-দিন ব্যপী নানা ধর্মীয় অনুষ্টানের পাশাপাশি মেলার বিপুল আয়োজন ও প্রচারণার পরেও শেষ মূহুর্ত্তে তা স্থগিত করা হয়েছে। রবিবার থেকে শিব চতুর্দশী উপলে উৎসব শুরু হবার ধার্য দিন ছিল। ৭-দিনের এ আয়োজনে লাধিক ভক্ত-পূঁজারী-দর্শনার্থীর পদচারণায় মুখতির হত শিব বাড়ির গোটা প্রাঙ্গন। শিব বাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিএনপি নেতা প্রদীপ বসু সন্তু জানান নিরাপত্তার স্বার্থে উৎসব/মেলা স্থগিত করতে হয়েছে। কেননা ৭-দিনের আয়োজনে ঐতিহ্যবাহী এ শিববাড়িতে লাধিক লোকের সমাগম হয়।