সুমন কর্মকার : বাগেরহাটে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীসহ ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মী এবং নিয়মিত ও অনিয়মিত মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত জেলায় মোট ৪০ জনকে পুলিশ গ্রেফতার করা হয়।