ব্রেকিং নিউজ
Home | বিবিধ | আইন অপরাধ | বাগেরহাটে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বাগেরহাটে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মার্জিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মার্চ) ভোর রাতে মার্জিনার স্বামীর বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মার্জিনা সদর উপজেলার ফুলতলার পুর্বপাড়া গ্রামের মোহাম্মাদ আলী শেখের স্ত্রী।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার ভোর রাতে একটি মৎস্য ঘের থেকে মার্জিনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রেখে গেছে।

মর্জিনার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু  করা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...