এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাগেরহাটের বুধবার গভীর রাতে আরও দু’টি মন্দিরে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। বাগেরহাট জেলার চিতলমারীর হিজলা ইউনিয়নের উত্তর কুড়ালতলা গ্রামের তালা বদ্ধ কালি মন্দিরের ভিতরে বুধবার গভীর রাতে অগ্নিসংযোগে শ্যামা মূর্তিটি পুঁড়ে তিগ্রস্থ হয়। অপরদিকে, ষাট গম্বুজ ইউনিয়নের সোনাতলা পালপাড়া কালি মন্দিরেও অনুরূপ আগুন দেওয়া হয়েছে। এদিন শরণখোলার মালিয়া রাজাপুরে এক হিন্দু বাড়িতে ও একটি মন্দিরে অগ্নিসংযোগের চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়ার মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গোয়েন্দা সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে মোড়েলগঞ্জের ২টি মন্দিরে ও সংখ্যলঘুর বাড়িতে আগুন দেওয়া হয়।