এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বাগেরহাটের রামপালে আদালতের আদেশ অমান্য করে প্রতিপ ঘের দখলবাজ সন্ত্রাসীরা ঘের ব্যবসায়ীর মৎস্য ঘেরের বেঁড়িবাধ কেটে দেয় এবং মৎস্য ঘেরের কাঁকড়া ও বাগদা গলদা চিংড়িসহ অন্যান্য মাছ লুট করে নিয়ে যায়। এতে ঘের ব্যাবসায়ী আব্দুর রহমানের প্রায় ২০ ল টাকার তি হয়। এঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘের ব্যবসায়ী আব্দুর রহমানের লিখিত অভিযোগ ও রামপাল থানা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের টেংরাখালী এলাকায় অবস্থিত ১০ একরের মৎস্য ঘেরে রোববার রাত অনুমান রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সেকান্দার আলীর পুত্র আমিরুল ইসলাম, জবেদ আলীর পুত্র ইমদাদ সরদার, আমিনুদ্দিন শেখের পুত্র আবু তালেব, মারুফ শেখের পুত্র রোমান শেখ, রশিদ মোল্যার পুত্র কাবিল মোল্যা, মুজিবুর শেখ, বিলাল শেখ, নজরুল শেখ, তাহিদুল শেখসহ অজ্ঞাতনামা ৮০-৯০জন সন্ত্রাসী মৎস্য ও কাঁকড়া ঘেরে চড়াও হয়ে মারাত্মক অস্ত্র সস্ত্র নিয়ে ঘের ব্যবসায়ী আঃ রহমান ও তার স্ত্রীকে মারপিট করে কাঁকড়া ও মৎস্য লুটপাট করে নেয়। রামপাল থানা পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, উপরের নির্দেশেই এ বিষয়ে কোন ব্যবস্থা নিতে পারছেন না।