Home | আন্তর্জাতিক | বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪ বিএনপি নেতার বাড়ীতে হামলা ও ভাংচুর, আহত ৭

বাগেরহাটের মোড়েলগঞ্জে ৪ বিএনপি নেতার বাড়ীতে হামলা ও ভাংচুর, আহত ৭

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১৬ মার্চ, বিডিটুডে ২৪ ডটকম : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বদনীভাঙ্গা গ্রামে ৪ বিএনপি নেতার বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময়ে গৃহকর্তাসহ ৭ জন আহত হয়েছে। শনিবার ভোরে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই হামলা ও ভাংচুরের ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, উপজেলার বদনীভাঙ্গা গ্রামের সাবেক মেম্বর আবুবক্কর হোসেন, আলতাফ হাওলাদার, নজরুল ইসলাম ও ইউনুস ফরাজীর বাড়ীতে এদিন ভোরে একদল দু®কৃতকারী হামলা ও ভাংচুর করে। এ সময়ে ৭ জন আহত। এই ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ভাংচুরের শিকার ওই পরিবারের সদস্যরা জানান, স্থানীয় আওয়ামীলীগ নেতা  মোকলেসের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা ও ভাংচুর করে।

x

Check Also

ইয়েমেন যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে সৌদি আরব

ইন্টারন্যাশনাল ডেস্ক :  ইয়েমেনে সৌদি জোটের সামরিক আগ্রাসন শুরুর দুই বছর পর ...

নেপালে বন্যা ও পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক :  নেপালের গত পাঁচ দিনের অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মঙ্গলবার ...