সুমন কর্মকার : মাল্টি মিডিয়া ক্লাস রুম মনিটারিং সিস্টেম তথ্য মোতাবেক এবার দেশ সেরা দুইটি প্রতিষ্ঠানের মধ্য একটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী সু-প্রাচীন নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়টি নির্বাচিত হয়েছে। বিষয়টি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা নিশ্চিত করেছেন। উক্ত প্রতিষ্ঠানটি দেশের সেরা নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন সহ অন্যান্য সদস্যগন শিক্ষকদের অভিনন্দন জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রায় ১২৩ বছর বয়সের এই বিদ্যালয়টি বৃটিশ শাসনামলে তদানিন্তন খুলনা জেলা বোর্ডে ১ম বাঙ্গালি চেয়ারম্যান বাবু রায় বাহাদুর অমৃতলাল রাহা কর্তৃক ১৮৯৫ সালে স্থাপতি হয়। যা কলিকাতা শিক্ষাবোর্ড কর্তৃক স্থায়ীভাবে স্বীকৃত লাভ করে। এই বিদ্যালয় হতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পিতা শেখ লুৎফর রহমান সহ সনামধন্য ব্যাক্তিবর্গ অত্র বিদ্যালয় হতে বিদ্যার্জন করেছেন। সূত্র মতে, উক্ত বিদ্যালয়টি বঙ্গবন্ধুর পিতার অধ্যায়নকৃত প্রতিষ্ঠান হিসেবে শেখ লুৎফর রহমানের নামে নামকরণের সদয় সম্মতি জ্ঞাপন করেন বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক সহযোগীতা ও বিভিন্ন মুখী উন্নয়নের পরিকল্পনা ও ধারা অব্যাহত রেখেছেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, খুলনা বিভাগের সেরা বিদ্যোৎসাহী ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ।
