বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমুর্ষ অবস্থায় ভর্তি বৃদ্ধ মহিলার গত তিনদিনেও পরিচয় মিলছেনা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে ধারনা করছে বৃদ্ধার পরিচয় জামাল গঞ্জ উপজেলা এবং রজব আলীর স্ত্রী রওশনআরা (৬৫)।
হাসপাতাল সুত্রে জানা যায়, গত শুক্রবার (০৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে একজন ভ্যান চালক তার ভ্যান যোগে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মূমুর্ষ অবস্থায় ওই বৃদ্ধাকে ভর্তি করে চলে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় রোগীদের বেড সংকটের কারনে হাসপাতালের দ্বিতলার বারান্দায় রেখে বৃদ্ধার চিকিৎসা চলছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম বলেন, অসুস্থ বৃদ্ধা অস্পষ্ট কথা বলায় তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছেনা। বিষয়টি থানায় জানানো হয়েছে।
তবে তার চিকিৎসা সেবা অব্যাহত আছে। যদি কেউ বৃদ্ধার পরিচয় জানতে পারেন তাহলে হাসপাতালের (জরুরী বিভাগ) ০১৭৩০-৩২৪৬৭৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানান।