বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় সৃজনশিল মেধা অন্যেশনে সুবাহ্ নামক দেয়াল পত্রিকা চালু করেছে পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসা । রবিবার প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতায় ওই দেয়াল পত্রিকায় ছাত্র-ছাত্রীদের লেখা কবিতা,ছোট গল্পসহ-বিভিন্ন লেখা স্থান পায়। পেড়াবাড়ীয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল আরেফিন ও সহকারী শিক্ষক (কম্পিউটার) জান্নাতুল ফেরদৌস বলেন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সাহিত্য ও সুস্থ্য সংস্কৃতি চর্চা জরুরি এছাড়া জংঙ্গী ও সন্ত্রাসী চিন্তা চেতনা যাতে ছাত্র-ছাত্রীদের প্রভাবিত করতে নাপারে এমন ভাবনা থেকে সুবাহ্ নামক দেয়ার পত্রিকা চালু করা হয়েছে ।
