বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধাদি প্রদানের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীরা পূর্ন দিবস কর্মবিরতি পালন করেছে। সোমবার সকাল থেকে দিন ব্যাপী বাগাতিপাড়া পৌরসভায় ১৩ জন কর্মকর্তা-কর্মচারী এ কর্মসূচী পালন করেন। এসময় তারা পৌরভবনের গেটের সামনে কলম বন্ধ করে বিভিন্ন প্ল্যাকার্ডসহ অবস্থান করেন। কর্মসূচীতে নাটোর জেলা পৌর এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক সেলিম রেজা, বাগাতিপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুর রোফ প্রামানিক, ক্যাশিয়ার রায়হান আলী, সহকারী কর আদায়কারী উত্তম কুমার ভৌমিক প্রমুখ অংশ নেন।