বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় বিখ্যাত মাদক ব্যাবসায়ী ও ইয়াবা স¤্রাট জামাল (৫৫) কে ৬৫ পিস ইয়াবাসহ আটক করেছে মডেল থানা পুলিশ। রোবাবার সন্ধায় তার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। জামাল উপজেলার জামনগর ইউনিয়নের কাহারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানাযায়, জামাল দির্ঘদিন থেকেই মাদক ব্যাবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোবার সন্ধায় জামালের বাড়িতে অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ওসি তদন্ত স্বপন কুমার চৌধরী বলেন আটককৃত মাদক ব্যবসায়ি জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সকালে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
