স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাথে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রতিশোধ নিতেই হয়তো এবার আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এর আগে ২০১০ সালে বাংলাদেশের মাটিতে পাঁচ ম্যাচ সিরিজের একদিনের আন্তর্জাতিক ম্যাচ ৪-০ তে ধবলধোলাই হয় তারা।
আসন্ন বাংলাদেশ সফরের জন্য আগেই টেস্ট দল ঘোষণা করেছিল কিউইরা। সোমবার একদিনের আর্ন্তজাতিক ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
ঘোষণাকৃত দলে একমাত্র নতুন মুখ হল ২৭ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান এ্যান্টন ডেভিচ। এই মাসে ভারতীয় এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ১১৫ রান করার পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পান এই বাহাতি ব্যাটসম্যান।
তবে ইনজুরির কারণে টেস্ট দলে না থাকলেও সীমিত ওভারে দলে ফিরছেন ফাস্ট বোলার টিম সাউদি।
এছাড়া ইনজুরির কারণে দলে নেই ওপেনার মার্টিন গাপটিল ও সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি।
নিউজিল্যান্ড দল:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), রস টেইলর, কিন উইলিয়ামস, করি এ্যান্ডারসন, টিম সাউদি, এ্যান্টন ডেভিচ, হাশিম রাদারফোর্ড, গ্রান্ড ইলিয়ট, জেমস নিশাম, টম লাথাম,কলিন মুনরো, মিচেল ম্যাকক্লেনাঘান, এডাম মুনরো, কাইল মিলস।
উল্লেখ্য, আগামী অক্টোবর মাসে দু’টি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। টেস্ট দু’টি শুরু হবে ৯ই অক্টোবর থেকে, ২৯ অক্টোবর থেকে শুরু হবে একদিনের ম্যাচ এবং সফর শেষ হবে ৬ই জুন।