Home | খেলাধূলা | বাংলাদেশ দলের কোচ না হতে পেরে আফগানিস্তান দলের দায়িত্ব নিলেন সিমন্স

বাংলাদেশ দলের কোচ না হতে পেরে আফগানিস্তান দলের দায়িত্ব নিলেন সিমন্স

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে ঢাকায় এসেছিলেন সাকিবদের কোচ হওয়ার ইন্টারভিউ দিতে। কিন্তু বিসিবি শেষমেশ তাকে পছন্দ করেনি। বাংলাদেশ দলের কোচ না হতে পেরে আফগানিস্তান দলের দায়িত্ব নিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ফিল সিমন্স।

টুইটারেই এই খবরটা জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। গত জুনের টেস্ট স্ট্যাটাস পেয়েছে আফগানরা। একই সময় টেস্ট স্ট্যাটাস দেওয়া হয়েছে আয়ারল্যান্ডকে। দুই দেশই তাদের প্রথম টেস্ট খেলার জন্য মুখিয়ে রয়েছে। তার মধ্যেই নতুন কোচ নির্বাচন করে সেই বার্তাই দিয়ে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

ওয়েস্ট ইন্ডিজের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার ও ওপেনিং ব্যাটসম্যান সিমন্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ২০০২এ। সিমন্সের কোচিংয়ের অভিজ্ঞতা নেহাৎই কম নয়। এর আগে জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোচিং করিয়েছেন তিনি। এ বার দুবাইয়ে আফগানিস্তান দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। এই মুহূর্তে দল শারজাহতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিতে ব্যবস্থ। ফেব্রুয়ারিতেই হবে এই সিরিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

আইসিসির ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার কোহলি

স্পোর্টস ডেস্ক : ২০১৭ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকটার নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক ...

রংপুর সিটির মেয়র হিসেবে শপথ নিলেন মোস্তফা

স্টাফ রিপোর্টার : রংপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছেন মোস্তাফিজার রহমান ...