Home | আন্তর্জাতিক | বাংলাদেশ উন্নয়নে অনেক ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে: প্রণব

বাংলাদেশ উন্নয়নে অনেক ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে: প্রণব

স্টাফ রিপোর্টার, ৪ মার্চ ২০১৩, বিডিটুডে ২৪ ডটকম : বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি বলেছেন, বাংলাদেশ উন্নয়নের অনেক ক্ষেত্রে ভারতকে ছাড়িয়ে গেছে। ১১ থেকে ২৪ বছর বয়সী মানুষের মধ্যে শিক্ষার হার ৭৭ শতাংশ ছাড়িয়ে গেছে। গয় আয়ু বেড়ে ৬৯ বছরে গিয়ে দাঁড়িয়েছে। দারিদ্র হার কমে ৩১ শতাংশে নেমে এসেছে। যা উন্নয়নে সাক্ষ্যবহন করে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৭ তম সমাবর্তনা অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক ও মানবিক সম্পদ কাজে লাগাতে সুবিধাজনক অবস্থায় রয়েছে। দেশের সম্ভাবনার ক্ষেত্রগুলো কাজে লাগাতে হবে।
দুই দেশের সুসম্পর্কের বিষয়টি তুলে ধরে প্রণব মুখার্জি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মতো সম্পর্ক পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে নেই। আমাদেরকে এক সঙ্গে আরো অনেক কাজ করতে হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নয়নে, দারিদ্র নিরসনে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দুই দেশের মানুষের মধ্যে আরো যোগাযোগ বাড়াতে হবে। শিক্ষা ও পরিবেশ ক্ষেত্রে আরো বিনিয়োগ করতে হবে। শিক্ষা, চিকিৎসা খাতে পেশাজীবীদের আদান-প্রদান করতে হবে।’
রাষ্ট্রপতি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্রভূমিতে দাঁড়িয়ে গৌরববোধ করছি। আমি কখনও ভাবিনি আমার দেশের রাষ্ট্রপতি হিসেবে এখানে আসতে পারব। এখানে দাঁড়িয়ে আমার মনে  পরে যাচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমেদ, বুদ্ধদেব বসু, হুমায়ূন আহমেদ, শামসুর রাহমানের কথা।’
তিনি জানান, ‘আমরা আশা করছি তিস্তা চুক্তির বিষয়টি শিগগির সমাধান করতে পারব।’
বাংলাদেশের সরকার ও মানুষের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘আমি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের সরকার ও সর্বস্তরের মানুষের যে সম্মান পেয়েছি তাতে আমি অবিভূত।’
বাংলাদেশের সাংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে প্রণব মুখার্জি বলেন, ‘বাংলাদেশের নাটক, গান, সাহিত্য অনেক এগিয়ে গেছে। এ থেকে ভারতেরও শিক্ষা নেয়ার অনেক কিছু আছে বলে আমি মনে করি।’
x

Check Also

উত্তর কোরীয়দের সঙ্গে সাক্ষাতের জন্য ‘প্রাক-অগ্রবর্তী’দল সিঙ্গাপুরে গেছে

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং ...

যুক্তরাষ্ট্রের একদল কর্মকর্তা উত্তর কোরিয়ায় পৌঁছেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম ...