হুমায়ুন কবির,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি ॥
স্বাস্থ্যমন্ত্রী মো: নাসিম বলেছেন, মায়ানমারের আরাকান রাজ্যে কোন ক্লিনিক নাই ন্যুনতম কোন চিকিৎসা ব্যবস্থা নাই,জন্মনিয়ন্ত্রন ব্যবস্থা নাই। তাদের দেশে ভ্যাকসিন দেওয়ার ন্যুনতম কোন ব্যবস্থা নাই। আমরা তাদের আশ্রয় দিয়েছি,আমরা তাদের খাওয়ার ব্যবস্থা করেছি,চিকিৎসা সেবা দিচ্ছি।
মন্ত্রী বলেন, আমি শুনেছি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের এইচআইভি ভাইরাসসহ নানা রকম জটিল রোগ রয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। অনেকে আশঙ্কা করছে রোহিঙ্গাদের মাধ্যমে এসব জটিল রোগ ছড়িয়ে পড়বে। যাতে ছড়িয়ে না পড়তে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। রোহিঙ্গাদের কারনে বাংলাদেশ স্বাস্থ্য ঝুকিতে নাই।মন্ত্রী মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী নাসিম আরো বলেন,জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নসহ বড় বড় শক্তি দাবী করেছে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরৎ নিতে হবে।মন্ত্রী আরও বলেন, আমাদের দেশে স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেয়ার জন্য প্রধান মন্ত্রী বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেছেন। দেশের বিভিন্ন স্থানে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে। ভাড়তের পর রাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজের সাথে চুক্তি স্বাৰর হয়েছে এবং তা তাড়াতাড়ি বাস্তাবায়িত হবে। গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভারতের অর্থায়নে বিভিন্ন স্থানে ৩৬ ক্লিনিক স্থাপন করা হবে। এসময় মন্ত্রী সাথে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ সৈয়দ মঞ্জুরুল হক, শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়তুন বিনতে সোলেমান,গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ উপস্থিত ছিলেন ।
