ব্রেকিং নিউজ
Home | জাতীয় | বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা

বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে জীবন বাজি রেখে বাঁশের ভেলায় চড়ে বাংলাদেশে প্রবেশ করেছেন আরও শতাধিক রোহিঙ্গা।

বৃহস্পতিবার সকালে ১০টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে এসে পৌঁছায় তারা। ভেলায় চড়ে আসা এসব রোহিঙ্গাদের বেশিরভাগ শিশু ও নারী। এর আগে বুধবার শাহপরীর দ্বীপে একইভাবে বাংলাদেশে প্রবেশ করেছিল ৫২ রোহিঙ্গা।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, সকালে নারী ও শিশুসহ দুটি ভেলা ও একটি নৌকা করে প্রায় শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের উদ্ধার করে মানবিক সহযোগিতা দিয়ে রোহিঙ্গা শরাণার্থী শিবিরে পাঠানো হবে।

ভেলায় করে আসা রোহিঙ্গা নারী দিলবাহার বেগম বলেন, মিয়ানমার সেনাবাহিনীর ভয়ে দেশ ছেড়ে পরিবারকে নিয়ে চলে আসছি। এখানে নৌকা চলাচল বন্ধ থাকায় আমরা একটি বাঁশের ভেলায় প্লাস্টিকের জারিকেন নিয়ে একটি বাঁশের ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে নাফ নদী পাড়ি দিয়ে এপারে আশ্রয় নিয়েছি।

বিজিবি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তে কড়াকড়ির কারণে আগের মতো নৌকা পারাপার করতে পারছে না। বলতে গেলে নৌকা চলাচল এখন বন্ধ রয়েছে। তাই রোহিঙ্গারা বাঁশের ভেলায় করে আসছে। তাছাড়া তাদের অনেকে কাছে নৌকার ভাড়া নাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা ...

মদনে হানাদারমুক্ত দিবস পালিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোণা মদনে উপজেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ সংসদ কমান্ডের ...