গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতাঃ আগামী ২৩ সেপ্টেম্বর বরিশালে অনুষ্ঠিতব্য গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশ বর্জনের ঘোষণা দিয়েছে গৌরনদীর ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকালে সরকারি গৌরনদী কলেজ শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা এ ঘোষণা দেয় তারা। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিয়াজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, জসিম শরীফ, নিয়াজুল হক নাদিম, জাকির হোসেন বাচ্চু, হাকিম শিকদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিরাজ শিকদার, হাফিজ শিকদার, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীমুল হক, নয়ন, ছাত্রদল নেতা আল-মামুন, সজীব মাঝি, উজ্জল, সাইফুল ইসলাম, সাহেদ, আরিফ, জহিরুল ইসলাম, সুমন সুজন, আশিষ, সোহাগ, জাবেদ সেলিম প্রমূখ। বক্তারা, আগামী ২৩ সেপ্টেম্বর বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিতব্য গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশ প্রত্যাখ্যান করে গৌরনদীতে ছাত্রদলের কর্মী সমাবেশ করার দাবি জানান। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন ভূইয়া ইনকিলাবকে বলেন, বরিশালে অনুষ্ঠিতব্য গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কর্মী সমাবেশ প্রত্যাখ্যান করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা বর্জনের ঘোষণা দিয়েছে। গৌরনদীতে ছাত্রদলের কর্মী সমাবেশ করার জন্য ছাত্রদলের স্থানীয় নেতাদের স্বারিত আবেদন পত্র আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরন করেছি।