স্টাফ রিপোর্টার, ঢাকা, ১ জানুয়ারি, বিডিটুডে ২৪ডটকম ॥ – দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের প্রথম দিনের লেনদেনে সূচক কমেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ৫ মিনিটে সূচক বাড়ে প্রায় ৩০ পয়েন্ট। এরপর থেকে সূচক কমতে থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৯০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ২৮ পয়েন্ট কম।
হাতবদল হয় প্রায় ১৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৮০টি শেয়ারের, কমে ১৫৪টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দাম।
সোমবার ‘ব্যাংক হলিডে’ এর দিন বন্ধ ছিল পুঁজিবাজারও। আর সপ্তাহের প্রথম দিন সূচকে যোগ হয়েছিল প্রায় ১৪ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৭৩ শতাংশ বা প্রায় ৩০ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২০৪ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ৮ দশমিক ২৩ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।