Home | আন্তর্জাতিক | বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ-জাবি উপাচার্য

মাহতাব উদ্দীন রবিন, জাবি প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। এ উপলে সকাল সাড়ে সাতটায় উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালি নিবেদন করেন। এ সময় উপাচার্যের সঙ্গে বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর সকাল নয়টায় উপাচার্য জাবি স্কুল ও কলেজে বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক রচনা প্রতিযোগিতা উদ্বোধন করেন। রচনা প্রতিযোগিতা উদ্বোধনকালে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ। তাঁর সুযোগ্য নেতৃত্ব ও ঘোষণায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেম বিশ্বদরবারে বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। তিনি ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর সমৃদ্ধ ও বর্ণাঢ্য জীবন ইতিহাস চর্চা করে আমরা নিজেরাই গৌরবান্বিত হবো। রচনা প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

x

Check Also

কাশ্মীরের এ পরিস্থিতির জন্য দায়ী ব্রিটেনের শয়তানিসুলভ পদক্ষেপ : ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী প্রজাতন্ত্র ...

মোদি যুক্তরাষ্ট্রে গেলে বিক্ষোভের নির্দেশ ইমরান খানের

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে গেলে তার ...