অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় আগৈলঝাড়ায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। সভার শুরুতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং কৃষককূলের নয়নমনি আ. রব সেরনিয়াবাতসহ তাদের পরিবারবর্গসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয় আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় সরকারী কর্মকর্তা-কর্মচারী-মুক্তিযোদ্ধা-শিক্ষক-শিক্ষার্থী-জনপ্রতিনিধি-রাজনৈতিক ব্যক্তিবর্গ-সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের উপস্থিতে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হবে। এছাড়া প্রামাণ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ এবং ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রদর্শনসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া ওইদিন সকাল ৯:৩০ মিনিটে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন করা হবে। প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, মলিনা রানী রায়, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, মুক্তিযোদ্ধা আবু তাহের, লিয়াকত আলী হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল হক তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, গৈলা মডেল ইউনিয়ন চেয়াম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রজিহার ইউপি চেয়াম্যান ইলিয়াস তালুকদার, প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার প্রমুখ। সভায় আরও বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।