গোপালগঞ্জ প্রতিনিধ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতি দেয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আব্দুর রউফ মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইনায়েত হোসেন, জেলা পরিষদের সদস্য লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, বিএম হারুন অর রশিদ পিনু, ক্ষিরোদ রঞ্জন, এমডি মনিরুল আলম খান, মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা শরাফত হোসেন লাবলু, আনোয়ার হোসেন আনু প্রমুখ।