ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | বঙ্গবন্ধু’র জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না খুলনায় জাতির জনকের ৯৩তম জন্মদিনে আ’লীগ নেতৃবৃন্দ

বঙ্গবন্ধু’র জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না খুলনায় জাতির জনকের ৯৩তম জন্মদিনে আ’লীগ নেতৃবৃন্দ

এম শিমুল খান, খুলনা প্রতিনিধি, ১৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধু তাঁর পরিবার পরিজনের কথা না ভেবে তৎকালীন সাড়ে ৭ কোটি বাঙালীর জন্যে জীবন বাজি রেখে আন্দোলন করেছেন। এদেশের মাটি ও মানুষের অধিকার আদায় করতে গিয়ে তাঁকে জীবনের অধিকাংশ সময় কারাভ্যন্তরে কাটাতে হয়েছে। তাঁর যোগ্য নেতৃত্বের কারনে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই স্বাধীন রাষ্ট্র অর্জন করতে জীবন দিতে হয়েছে এদেশের ৩০ ল মানুষের তাজা প্রান আর ২ লাখ মা-বোনের ইজ্জত। সেদিন ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশপ্রেমে উদ্ধুদ্ব হয়ে এদেশের ছাত্র-যুব সমাজ নিরস্ত্রাবস্থায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। তাদের অবদানের কারনে আজকের এই স্বাধীন বাংলাদেশ। তাদের নিঃস্বার্থ অবদানকে চিরঞ্জিব করে রাখতে ’৭১-র যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। কোন অবস্থাতেই ওই পরাজিত শত্রুর কাছে তাদের অবদানকে ম্লান হতে দেয়া হবেনা। আজকের তরুণ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে উজ্জীবিত হয়ে জেগে উঠেছে। তাদের এই অনুপ্রেরনাকে সামনে রেখে এদেশের মানুষকে সাথে নিয়ে সন্ত্রাসী জামায়াত-শিবির যুদ্ধাপরাধী রাজাকারমুক্ত বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সোনারবাংলা গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মদিনের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রোববার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজানের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ্যাডঃ চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজী এনায়েত হোসেন, এ্যাডঃ রজব আলী সরদার, এ্যাডঃ সুজিত অধিকারী, এমডিএ বাবুল রানা, শেখ সিদ্দিকুর রহমান, শ্যামল সিংহ রায়, এ্যাডঃ ফরিদ আহমেদ, আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, এ্যাডঃ অলোকা নন্দা দাস, অধ্য দেলোয়ারা বেগম, মোঃ মাহবুব আলম সোহাগ, অধ্যাপক মিজানুর রহমান, মোঃ জাহাঙ্গীর হোসেন, এ্যাডঃ আব্দুল লতিফ, বেগ লিয়াকত আলী, স.ম রেজওয়ান, লুৎফুন নেচ্ছা লুৎফা, আবুল কাশেম মোল্লা, এ্যাডঃ সরদার আনিসুর রহমান পপলু, কামরুজ্জামান জামাল, কাউন্সিলর জেডএ মাহমুদ ডন, মনিরুজ্জামান সাগর, হাফেজ মোঃ শামীম, কাউন্সিলর হালিমা ইসলাম, এম. পল্টু, মুন্সি নাহিদুজ্জামান, শফিকুর রহমান পলাশ, এবিএম কামরুজ্জামান, এম. আব্দুল্লাহ, রাশেদুজ্জামান রিপন, প্রদীপ বিশ্বাস, দেবদুলাল বাড়ৈই বাপ্পি, মুন্সি আইয়ুব আলী, ফেরদৌস হোসেন লাবু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সরদার আব্দুল হালিম, শিকদার আতাউর রহমান রাজু, মোঃ মোতালেব মিয়া, আলেয়া সাঈদ, জাহানারা সিরাজ, নিভানা পারভীন, নুরীনা রহমান বিউটি, ফেরদৌসী রিতা, নাসরিন সুলতানা, আঞ্জিরা বেগম, শাহানুর বেগম, কবিতা আহমেদ, সাবিয়া ইসলাম আঙ্গুর, আসমা আজম, নুৎফুন নাহার লিলি, লাকি আক্তার, নুরজাহান বেবী, হাসিনা বেগম, রেখা আহসান, মনোয়ারা বেগম, নজরুল ইসলাম, রেজা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিন উপল্েয দিবসটিকে স্মরণীয় করে রাখা হয়। এছাড়া সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সকাল সাড়ে ৮টায় খুলনা বেতারে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...